আমিরাতে টি-টেন লিগে এক ঝাঁক ভারতীয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৫:২৬ পিএম
আমিরাতে টি-টেন লিগে এক ঝাঁক ভারতীয়

উদ্বোধনী মৌসুমে আরব আমিরাতে ক্রিকেট বোর্ড অনুমোদিত টি-টেন লিগে ভারতীয় প্রতিনিধি ছিলেন একা বীরেন্দ্র শেবাগ। মারাঠা অ্যারাবিয়ান্স দলের ক্যাপ্টেন ছিলেন বীরু। এবার ব্যাট হাতে মাঠে না নামলেও নতুন ভূমিকায় অবতীর্ণ হবেন তিনি। মারাঠা অ্যারাবিয়ান্সের ব্যাটিং কোচ হিসাবে দেখা যাবে শেবাগকে।

তবে এবার শুধু শেবাগকে নয়, টি-টেন লিগে দেখা যাবে একঝাঁক ভারতীয় ক্রিকেটারকে, যাদের মধ্যে অন্যতম হলেন জহির খান। জহির ছাড়া এবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টেন লিগে খেলতে দেখা যাবে আরপি সিং, রিতেন্দর সিং সোধি, সুব্রমণিয়ম বদ্রিনাথ ও সদ্য অবসর নেওয়া প্রবীণ কুমারকে।

নিজের সতীর্থদের টি-টেন লিগে পাশে পেয়ে উচ্ছ্বসিত শেবাগ। উচ্ছ্বাস চেপে রাখেননি বীরু। সোশ্যাল মিডিয়ায় জাহিরদের টি-টেন লিগে স্বাগত জানিয়েছেন তিনি। জহিরের কাছ থেকে দারুণ সব স্যুইং দেখার প্রত্যাশাও করছেন শেবাগ।

টুইটারে শেবাগ লেখেন, ‘টি-টেন লিগের দ্বিতীয় মৌসুমে ভারতীয়দের সমর্থন ও অংশগ্রহণে উচ্ছ্বসিত। আমার বন্ধু জহিরের কাছ থেকে দারুণ সব স্যুইং দেখার আশায় থাকব।’

শারজায় টি-টেন লিগের দ্বিতীয় সংস্করণ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর