ডিকওয়ালার ৫ রানের আক্ষেপ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৫:০১ পিএম
ডিকওয়ালার ৫ রানের আক্ষেপ

শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২৩ অক্টোবর) মুখোমুখি দুই দল। ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা। নিজ দেশের মাটিতে চরম ব্যর্থ দীনেশ চান্দিমালের দল। তবে শেষ ম্যাচে ভালো কিছুর আভাস দিচ্ছে লঙ্কান ব্যাটসম্যানরা।

এদিন প্রথমে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক। ফলে ব্যাট হাতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার নিরশন ডিকোওয়ালা ও সাদিরা সামারাভিক্রম। ১৩৭ রানের ঝুটি গড়ে বিচ্ছিন্ন হন সাদিরা সামারাভিক্রম। ততক্ষণে তিনি দেখা পান তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির। এখন পর্যন্ত তিনি খেলেছেন ছয়টি একদিনের ম্যাচ। সামারাভিক্রম ৫৪ রান করে মঈন আলীর শিকার হয়ে সাজঘরে ফিরলে অপর প্রান্তে থাকা নিরোশন ডিকওয়ালাকে সঙ্গ দিতে ব্যাট হাতে আসেন ক্যাপ্টেন দীনেশ চান্দিমাল।

এদিন চোখ ধাঁধানো ব্যাটিং করেন ডিকওয়ালা। তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি। এগিয়ে যান শতকের দিকে। তবে বাধা হয়ে দাঁড়ান সেই মঈন আলী। ৯৫ রানের সময় জো রুটের হাতে ক্যাচ দিয়ে ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন ডিকওয়ালা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৬ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে লঙ্কানদের সংগ্রহ ১৭২। চান্দিমাল ১১ এবং কুশল মেন্ডিস ১ রান নিয়ে ব্যাটিং করছেন।

উল্লেখ্য, শেষ হওয়া চারটি ম্যাচে ইংলিশদের কাছে পাত্তাই পায়নি হাথুরু সিংহের শিষ্যরা। শ্রীলঙ্কার মাটিতে চলতি সিরিজের প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে ইংল্যান্ড, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে একটি। 

শ্রীলঙ্কা একাদশ: নিরোশান ডিকওয়েলা, সাদিরা সামারাভিক্রম, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দাশুন শানাকা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়, লাকশান সান্দাকান, কাসুন রাজিথা ও দুশমন্থ চামিরা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জস বাটলার, মইন আলী, স্যাম কুরান, আদিল রশিদ, লিয়াম প্লাংকেট, টম কুরান ও মার্ক উড।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর