একটা বিষয় নিয়ে মাশরাফির যত চিন্তা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০২:৪৬ পিএম
একটা বিষয় নিয়ে মাশরাফির যত চিন্তা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিনিজের প্রথম ম্যাচে জয় পেলেও, ভয় পেয়েছে বাংলাদেশ। কারণ প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট পড়ছিল। ৩ উইকেটে ১৩৭ থেকে একপর্যায়ে স্কোরবোর্ড বাংলাদেশ দেখছিল ৬ উইকেটে ১৩৯। এমন অবস্থায় ধুঁকতে থাকা দলকেই আলোর পথ দেখান ইমরুল কায়েস। অলরাউন্ডার সাইফউদ্দিনকে সঙ্গী করে। দিন শেষে দাপুটে জয়ের পরেও ক্রিকেটপ্রেমীদের ব্যাপারটা বেশ ভাবাচ্ছে। এমন ভাবনার বাইরে নন মাশরাফিও।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম। সে লক্ষে চট্টলায় অবস্থান করছে টিম টাইগারস। আর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন দলনেতা মাশরাফি। আর সেখানে জানান দলের বিভিন্ন পরিস্থিতির কথা।

৩ উইকেট হারানোটা ‘আদর্শ’ মানছেন না মাশরাফি। একই সঙ্গে তাকে চিন্তিত করছে আরও একটা ব্যাপার—টপ অর্ডারের একজন বড় রান পেলেও সংগ্রহটা তিন শ পেরোচ্ছে না। 

এশিয়া কাপের ফাইনাল কিংবা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ গল্পটা কিন্তু একই। এশিয়া কাপের ফাইনালে ওপেনিংয়ে বড় সংগ্রহ ছিল লিটন দাসের একারই। কিন্তু দলীয় সংগ্রহটা বড় হয়নি। জিম্বাবুয়ের সঙ্গেও ইমরুলের ১৪৪ রানের বিশাল ইনিংসের পরেও রান ২৭১-এ এসে আটকে গেছে, ‘টপ অর্ডারে একজন এক শ করার পরেও রানটা কিন্তু তিন শ হচ্ছে না। সাধারণ টপ অর্ডারের একজন সেঞ্চুরি পেলে দলীয় সংগ্রহটা তিন শ ছাড়িয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। এই জায়গাটা চিন্তার। টপ অর্ডারে বড় সংগ্রহের পর পরের দিকে যে সাহায্যটা দরকার সেটা এত পরে আসছে যে রানটা বড় হচ্ছে না। এই জায়গায় এখন উন্নতি করা দরকার।’

 আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২;৩০ মিনিটে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর