ওর সুযোগ পাওয়া উচিত: মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০২:০৮ পিএম
ওর সুযোগ পাওয়া উচিত: মাশরাফি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরে প্রথম ম্যাচে শুভ সূচনা হয়েছে বাংলাদেশের। তবে ওই দিন সবকিছু মাড়িয়ে আলোচনায় ছিলেন ৩০ বছর বয়সে অভিষেক হওয়া ফজলে রাব্বি। 

৩০ বছর বয়সে অভিষেকটাও যেমন আলোচনায় ছিলো তেমনি আলোচনায় ছিলো তার ডাক মারাটাও। ক্যারিয়ারের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে আস্থার প্রতিদান দিতে পারেননি রাব্বি। 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রাম। সে লক্ষে চট্টলায় অবস্থান করছে টিম টাইগারস। আর সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেন দলনেতা মাশরাফি। তখন সাংবাদিকদের প্রশ্ন সৌম্য, এনামুল এবং লিটনরা খারাপ খেলেও যেমন নিয়মিত খেলেছে। সে ক্ষেত্রে রাব্বি এমন সুযোগ পাবে কিনা?

জবাবে মাশরাফি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমাকে বললে আমি বলবো ওর সুযোগ পাওয়া উচিত। কারণ একটা ম্যাচ দিয়ে একটা ছেলেকে বিচার করা খুবই কঠিন। যদি বলেন, তাকে নেয়া হলো কেন? তাহলে সেটা শুরুতেই বলতে পারেন সেটা মিসটেক ছিল। নেয়ার পরে একটা ছেলেকে অবশ্যই সুযোগ দেয়া উচিত। আসলে যে বলটায় আউট হয়েছে সে জন্য ওকে দোষ দেয়া যায়না। আর ক্রিকেট খেলা দোষাদোষির জিনিস ও না। আমার কাছে মনে হয় ব্যাকআপ আমরা অতীতে এবং বর্তমানে সব খেলোয়াড়কে দিয়েছি। কম বেশি যতটুকু সম্ভব হয়েছে করেছি। আর আমরা ওইরকম বিলাসিতা দেখানোর মতো টিমও হইনি যে, কাউকে খারপা খেললেও নিয়মিত সুযোগ দিয়ে যওয়ার। সুতরাং ওইটাও মাথায় রাখতে হবে। তারপরেও ব্যাকআপ যেহেতু করেছি আমরা চেষ্টা করবো যে পূর্ণ সহযোগিতা করার।’

 আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে দুপুর ২;৩০ মিনিটে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর