যে কারণে পাকিস্তানকে ভয় পান ম্যাক্সওয়েল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১১:৪১ এএম
যে কারণে পাকিস্তানকে ভয় পান ম্যাক্সওয়েল

আরব আমিরাতে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত খেলেছে স্বাগতিক পাকিস্তান। প্রথম ম্যাচটি ড্র হলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের ইতিহাসে সবচেয়য়ে বড় জয় পেয়েছে পাকিস্তান। তাছাড়া সম্প্রতি সময়ে দুর্দান্ত খেলছে সরফরাজের নেতৃত্বাধীন পাকিস্তান। দুবাই স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। আর তার আগে পাকিস্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার ভাবনার কথা জানালেন  অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

ম্যাক্সওয়েলের মতে, পাকিস্তান ভয়ঙ্কর দল। তাছাড়া টি-টোয়েন্টিতে আইসিসি’র র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান। তাই ওদের সমীহ করতেই হবে। 

তার ভাষায়, ‘প্রকৃত পক্ষে পাকিস্তান একটি শক্তিশালী দল। শেষ কয়েক বছরের বিশেষ করে টি-টোয়েন্টিতে দুর্দান্ত খেলছে। যার ফলে তারা টি-টোয়েন্টির নাম্বার ওয়ান।’ 

ম্যাক্সওয়েল আরো যোগ করেন, ‘পাকিস্তানের হয়ে অসাধারণ খেলছে ফখর জামান। বিশেষ করে জিম্বাবুয়ে টি-টোয়ন্টি ত্রিদেশীয় সিরিজে ও ভালো খেলেছে। ওর দিনে যে কাউকে হারতে পারে। তবে আমরা আমাদের সেরাট দিতে পারলে আমরাও ভালো করবো।’

তবে টি-টোয়েন্টিতে অসধারণ খেলেন ম্যাক্সওয়েলও। ক্রিকেটের ছোট্ট এই আসরটিতে তার স্ট্রইকেরেট ১৬০ প্লাস এবং গড় ৩৩।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বুধবার (২৪ অক্টোবর) দুবাই স্টেডিয়ামে। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর