শচীনকে টপকে গেলেন রোহিত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১০:৫১ এএম
শচীনকে টপকে গেলেন রোহিত

একদিনের ক্রিকেটে মোট ছ'বার দেড়শো। আর তাতে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলরকে। রোববার (২১ অক্টোবর) গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে এই রেকর্ড গড়লেন ‘হিটম্যান’।

ওপেন করতে নেমে হিটম্যান ১১৭ বলে অপরাজিত থাকলেন ১৫২ রানে। একদিনের ক্রিকেটে যা ১৮৯ ম্যাচে রোহিতের ২০তম সেঞ্চুরি। 
মারলেন ১৫ বাউন্ডারি ও আট ওভারবাউন্ডারি। পঞ্চাশে পৌঁছলেন ছয় মেরে। একইসঙ্গে তা হয়ে উঠল জয়সূচক স্ট্রোক। অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে দ্বিতীয় উইকেটে তার ২৪৬ রানের জুটিই তফাত গড়ে দিল। ৩২৩ রান তাড়া করে আট উইকেটে জিতল ভারত।

এতদিন শচীন ছিলেন তালিকার শীর্ষে। তিনি পাঁচবার দেড়শো রান করেছিলেন এই ফরম্যাটে। লিটল চ্যাম্পিয়নকে টপকে যাওয়ার পর স্বাভাবিক ভাবেই রোহিতকে নিয়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বীরেন্দ্র শেহবাগও।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর