১৫টি ‘স্পট ফিক্সিং’ ম্যাচে একটি বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ০৬:৩৩ পিএম
১৫টি ‘স্পট ফিক্সিং’ ম্যাচে একটি বাংলাদেশের

প্রমাণ্যচিত্রের প্রথম পর্ব দিয়ে কাঁপিয়ে দিয়েছিল কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। এবার দ্বিতীয় পর্বে নির্দিষ্ট করে ১৫টি ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে দাবি করে চ্যানেলটি। 

আল জাজিরা গোপন ক্যামেরায় ধারণ করে এসব সম্প্রচার করেছে এর আগেও। নতুন পর্ব দেখার পর আইসিসি আবারও তথ্যচিত্রের সম্পাদনা ছাড়া অংশগুলো দেখাতে অনুরোধ করেছে। এই তথ্যচিত্রে বলা হয়েছে, ২০১১-১২ মৌসুমে ১৫টি আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। যার সাতটিতে ইংল্যান্ড আর ৫টিতে জড়িয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাতে আবার ২০১১ সালে চট্টগ্রামে হওয়া বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচটিও রয়েছে। গ্রুপ পর্বে সেই ম্যাচে ২ উইকেটে জয় পায় বাংলাদেশ।

যেহেতু অভিযোগগুলো ইংলিশ আর অসি ক্রিকেটারদের বিরুদ্ধে তাই আল জাজিরার এমন দাবিতে একমত হতে পারেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তারা দাবি করেছে, আল জাজিরার দেয়া তথ্য খুবই দুর্বল। তারা এই অভিযোগের প্রেক্ষিতে বিষয়গুলো যাচাই করে দেখেছে, সেখানে কোনও ক্রিকেটারের বিরুদ্ধে তারা কোনও প্রমাণ পায়নি। আর অস্ট্রেলিয়া তদন্তের ঘোষণা আগেই দিয়েছিল। 

দেখুন সেই তালিকাটি। 


গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর