অদ্ভুত কাণ্ডে ‘ভাইরাল’ মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৮:৫৬ পিএম
অদ্ভুত কাণ্ডে ‘ভাইরাল’ মাশরাফি

জিম্বাবোয়ে সিরিজ সামনে রেখে রোজকার মতো বুধবারও অনুশীলন চলছিল মিরপুরের হোম অব ক্রিকেটে। শের-ই-বাংলা স্টেডিয়ামের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎই তাদের গায়ে ঢিল পড়তে লাগল। প্রথমবার ঢিলটা যার গায়ে গিয়ে পড়ল তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। আবার ঢিল ছোড়া হলো। এবার সবাই একটু নড়েচড়ে বসল। দিনের বেলায় ঢিল পড়ছে কোথা থেকে! সবাই অবাক। তৃতীয়বারে গিয়ে ‘অদৃশ্য ভূত’ ধরা পড়ে গেলেন। সবাই তো দেখে বিস্মিত। এ তো আর কেউ নন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি ঢিল ছুড়ছেন, এমন দৃশ্য আবার অনেকেই ভিডিও করেছেন। সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

আসলে মাশরাফি এমনই। সব সময়ে হাসিখুশি থাকেন। ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে মাশরাফির অভিষেক। এর পর তার পুরো ক্যারিয়ার গিয়েছে উত্থান-পতনের মধ্যদিয়ে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বোধহয় মাশরাফিই। বাংলাদেশের কোচ থাকাকালীন ডেভ হোয়াটমোর মাশরাফির দুষ্টুমি দেখে তাকে ‘পাগলা’ বলে ডাকতেন। মাশরাফি এখনও সেই আগের ধারা বজায় রেখেছেন। একবার সুইমিংপুলে মুশফিকুর রহিমকে অনেকক্ষণ ধরে ডুবিয়ে রেখেছিলেন। পরে মুশফিকুর জানিয়েছিলেন, তিনি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলেন! এক সময়ে মাশরাফির অধিনায়ক এখন নির্বাচক। সেই হাবিবুল বাশারকেও যখনতখন দৌড়ে গিয়ে কোলে তুলে নেন মাশরাফি। নয়তো তাঁ ঘাড়ে উঠে পড়েন বাংলাদেশের এই দুর্দান্ত ক্রিকেটার। মাশরাফির এই দুষ্টুমিতে বিরক্ত হন না হাবিবুল বরং তা উপভোগ করেন। মাশরাফি যে এরকমই।  

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর