ডি ভিলিয়ার্স-মরগ্যানসহ ১৬ জনকে নিয়ে স্পার্টানের শক্তিশালী স্কোয়াড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৮:০৬ পিএম
ডি ভিলিয়ার্স-মরগ্যানসহ ১৬ জনকে নিয়ে স্পার্টানের শক্তিশালী স্কোয়াড

ছয় দলের অংশগ্রহণে প্রথমবারের মতো টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৭ অক্টোবর) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটি। যাতে অংশগ্রহণকারী প্রতিটি দলই ১৪ থেকে ১৬ জন করে প্লেয়ার ভিড়ানোর সুযোগ পেয়েছেন। সে সূত্রে সবারই চেষ্টা ছিল ফরেনার, দেশি এবং কোলপাকের প্লেয়ারদের দলে ভিড়ানো। 

জানা যায়, টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফটে মোট ৩৪২ জনের নাম প্রস্তাবনায় আনা হয়। যার মধ্যে ৯৬ জন প্লেয়ার দল পান। 

এদিকে অন্যান্য দলের মতো তাসওয়ান স্পার্টানও শক্তিশালী দল গড়ার চেষ্টা করেছে। প্রথম আসরটি স্মরণীয় করে রাখতে ফ্রাঞ্চাইজিটি তাদের দলে অর্ন্তভুক্ত করেছে এবি ডি ভিলিয়ার্স, ইয়ান মরগ্যান ও লুঙ্গি এনগিদির মতো বেশ কয়েকজন বিশ্বতারকা।

একনজরে দেখে নিন তাসওয়ান স্পার্টানের ক্রিকেটারদের তালিকা।

এবি ডি ভিলিয়ার্স, ইয়ান মরগ্যান (ইংল্যান্ড), লুঙ্গি এনগিদি, রবি ফ্রীলিনক, জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা), থুনিস ডি ব্রুয়েন, ররি ক্লেইনভেল্ট, শেন উইলিয়ামস (জিম্বাবুয়ে), জিহান ক্লোয়েট, লুথো সিপামলা (রুকি), টনি ডি জর্জি (রুকি)। ), ডিন এলগার, অ্যান্ড্রু বার্চ, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শন ভন বার্গ ও এড্রেড হকেন।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর