এমএসএল লিগে আমলার দলে রশিদ-মিলারসহ অসংখ্য বিশ্বতারকা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৭:৪৯ পিএম
এমএসএল লিগে আমলার দলে রশিদ-মিলারসহ অসংখ্য বিশ্বতারকা

ছয় দলের অংশগ্রহণে প্রথমবারের মতো টি-২০ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। একমাসব্যাপী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর এবং শেষ হবে ১৬ ডিসেম্বর।

তারই ধারাবাহিকতায় এবং পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (১৭ অক্টোবর) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে এমএসএল লিগের। যাতে অংশগ্রহণকারী প্রতিটি দলই ১৪ থেকে ১৬ জন প্লেয়ার ভিড়িয়েছেন। নিয়ম অনুযায়ী, সবারই চেষ্টায় ছিল ফরেনার, দেশি এবং কোলপাকের প্লেয়ারদের দলে ভিড়ানো। 

লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মাগাঙ্গসি সুপার লিগ তথা এমএসএল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে প্রথমে প্লেয়ার ডাকার সুযোগ পায় ডারবান হিট। সুযোগ পেয়ে তারা প্রথমেই লুফে নেন আন্তর্জাতিক বিশ্বের নাম্বার ওয়ান স্পিনার রশিদ খানকে।

এছাড়াও দলটি তাদের দলে অর্ন্তভুক্ত করেন হাশিম আমলা,  ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন, কাইল অ্যাবট (কোলপাক), কেশভ মহারাজ, খায়া জন্ডো, অ্যালবি মর্কেল, মার্চেন্ট দে লাঙ্গে (কোলপাক), ভারনন ফিলান্ডার, ব্র্যান্ডন মাভুতা (জিম্বাবুয়ে), টেম্বা বউমা, মোরেন ভ্যান উইক, ওকুহলে সেল (রুকি), স্যারেল আরওয়ে, তলাদি বোকাকো।

প্রসঙ্গত, প্লেয়ার ড্রাফটের আগে ডারবান হিট জানিয়ে দেন তাদের দলের নেতৃত্বে থাকবেন হাশিম আমলা।-ডিএনএ

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর