বাংলাদেশকে জিম্বাবুয়ের হুঁশিয়ারি, নৈপথ্যে যা...


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৮, ০৭:১৯ পিএম
বাংলাদেশকে জিম্বাবুয়ের হুঁশিয়ারি, নৈপথ্যে যা...

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ১০ ম্যাচে টানা জয় পেয়েছে বাংলাদেশ। কিন্তু তার পরও বিষয়টি ভাবনাতে নিচ্ছে না জিম্বাবুয়ে। আর যদি থাকতোই, তবে সফরকারী দলপতি কিভাবে একথা বলেন?

বুধবার (১৭ অক্টোবর) দলের অনুশীলনের ফাঁকে হ্যামিল্টন মাসাকাদজা জানান পূর্ণ প্রতিযোগীতার কথা। হোম সিরিজে বাংলাদেশ শক্ত দল হলেও তিনি মনে করেন,  মানসিক দিক থেকে এগিয়ে জিম্বাবুয়ে।  আর এই জন্যই সিরিজটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।

মাসাকাদজার হুঁশিয়ারির অবশ্য বেশ কিছু কারণ আছে। কারণ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় চুকিয়ে বাংলাদেশের বিপক্ষে দলে ফিরেছেন সিকান্দার রাজা।  এছাড়া তার আত্মবিশ্বাসের গোড়ায় পানি ঢালার জন্য প্রস্তুত ব্র্যান্ডন টেইলর, শন উইলিয়ামসরা।

‘সবাইকে ফিট হিসেবে দলে পাওয়া ভাল দিক, সবাই মুখিয়ে আছে খেলার জন্য। রাজা দলে যোগ দেয়া অবশ্যই বড় ব্যাপার। সে অনেক দিক থেকে দলে অবদান রাখে। ব্যাটে বলে ও ফিল্ডিংয়ে সে খুবই ভাল। তাকে জিম্বাবুয়ে সেট আপে পাওয়া ভাল খবর।’  যোগ করেন তিনি।

সদ্য সমাপ্ত দ. আফ্রিকা সিরিজটি মোটেও ভাল যায়নি হ্যামিল্টন মাসাকাদজাদের। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে। কিন্তু তারপরেও মুষড়ে যায়নি দলটি। বরং বাংলাদেশের বিপক্ষে ভাল কিছু করে দগদগে ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চাইছে।

‘আমরা দক্ষিণ আফ্রিকায় কোনো ম্যাচ না জিতলেও অনেক ইতিবাচক দিক অর্জন করেছি। আমরা তাদের কয়েকবার শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছি। সেই দিক থেকে ছেলেরা এই সিরিজে ভাল করার অপেক্ষায় থাকবে।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর