ম্যানইউ কিনে নিচ্ছেন সৌদির প্রিন্স সালমান!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৮, ১১:০৫ এএম
ম্যানইউ কিনে নিচ্ছেন সৌদির প্রিন্স সালমান!

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা পরিবর্তন হতে পারে বলে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইংল্যান্ডের ‘দ্য সান’ পত্রিকা।

সোমবার প্রকাশিত সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ম্যানচেষ্টার ইউনাইটেড মালিকানা কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কথা উঠেছে সালমান যদি ম্যানইউ কিনে নেয় তবে আবুধাবি ভিত্তিক ম্যানচেস্টার সিটির মালিকরা খানিকটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ে যাবে এবং ক্রমান্বয়ে বাড়বে ক্লাব দুটির প্রতিদ্বন্দ্বিতা।

এদিকে দ্য সান ম্যানইউর বিক্রির কথা বললেও স্কাই স্পোর্টস বলছে ভিন্ন কথা। তাদের দাবি ম্যানইউ মোটেও বিক্রির জন্য নয়। কারণ এর সাথে জড়িয়ে আছে গ্লেজার ফ্যামিলির অনেক আশা ভরসা। ২০০৩ সালে ম্যানইউর মালিকানা কিনে নেয়ার পর থেকে ১৪০ বছরের পুরোনো ও ঐহিত্যবাহী ক্লাবটিকে যতন করে আগলে রেখেছেন তারা। 

প্রসঙ্গত, সালমানের পরিবার বর্তমানে ৮৫০ বিলিয়ন পাউন্ডের মালিক। সেক্ষেত্রে মাত্র ৩ বিলিয়ন পাউন্ড খরচ তাদের কাছে খুবই সামান্য।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর