ফেঁসে যাচ্ছেন জয়সুরিয়া, শিগগিরই তলব


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৫:০৪ পিএম
ফেঁসে যাচ্ছেন জয়সুরিয়া, শিগগিরই তলব

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্রধান সনাথ জয়সুরিয়ার বিরুদ্ধে আইসিসির দুটি গুরুত্বপূর্ণ আইন ভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে তাকে শিগগিরই (২ সপ্তাহ) জবাবদিহিতার অনুরোধ জানিয়েছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট।  

সোমবার (১৫ অক্টোবর) এক বিশেষ বার্তায় অভিযোগের স্পষ্টতা প্রকাশ না করেই আইসিসিরি অভিভাবক সংস্থার পক্ষ থেকে বলা হয়,  ২.৪.৬ ও ২.৪.৭ এর অধীনে দুটি অপরাধের অভিযোগে অভিযুক্ত জয়সুরিয়া।

যেখানে প্রথম আর্টিকেল আর্টিকেল ২.৪.৬ এর বিষয়বস্তু হচ্ছে, এসিইউ এর দ্বারা পরিচালিত যেকোন তদন্তের অসহযোগিতা কিংবা ডকুমেন্টেশন সঠিকভাবে সম্পূর্ণরূপে সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন জয়সুরিয়া।

এখানে অভিযোগের প্রথমটি ব্যর্থতা কিংবা অসহযোগীতা  এবং দ্বিতীয়টি এসিইউ দ্বারা পরিচালিত কোনো তদন্তে বাধা বা বিলম্ব সম্পর্কিত।

প্রসঙ্গত, সনাৎ জয়সূরিয়া কার ক্যারিয়ারে ৬০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি দেশটির ক্রিকেটবোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।-আইসিসি

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর