হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ভিন্নমত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৩:৫৮ পিএম
হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনার ভিন্নমত

মঙ্গলবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি আরবের জেদ্দায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি নিয়ে উত্তেজনার কমতি নেই ভক্তদের মাঝে। আর ব্রাজিল কোচ তিতে এবং আর্জেন্টিনার বর্তমান দলটির অন্যতম সারথি মাউরো ইকার্দি ম্যাচপূর্বে জানিয়েছে দিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ কখনো প্রীতি ম্যাচ হতে পারে না।

এদিকে ব্রাজিল-আর্জেন্টিনা একে অপরের বিপক্ষে মাঠে নামার আগে একটি করে ম্যাচ খেলেছে। যাতে দুইদলই জয় পেয়েছে। কিন্তু স্বাগতিকদের (সৌদি আরব) বিপক্ষে সবশেষ ম্যাচে ব্রাজিলের ২-০ গোলেরে জয়ে খুশি হতে পারেননি কোচ তিতে। সেটি প্রকাশ করতে গিয়েই বলেছেন, ‘এই ফল নিয়ে খুশি হওয়ার কারণ নেই। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্রাজিল বনাম আর্জেন্টিনা কখনো প্রীতি ম্যাচ হয় না। ওই ম্যাচে আমাদের এর চেয়েও অনেক ভালো খেলতে হবে।’

কোচ তিতে ছাড়াও হাইভোল্টোজ ম্যাচটি নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার অন্যতম স্ট্রাইকার ইকার্দি।বলেছেন, ‘আমরা নতুন একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছি। অনেক নতুন খেলোয়াড় রয়েছে যারা কিনা জাতীয় দলের জার্সি প্রথমবারের মতো গায়ে জড়িয়েছে এবং ভবিষ্যতে কিছু করার অপেক্ষায়। একটা ভিত্তি তৈরি হচ্ছে যা গুরুত্বপূর্ণ।’

প্রসঙ্গত, এ নিয়ে ১০৪ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। জয়ের পাল্লা ভারি ব্রাজিলের দিকে। ৪০ ম্যাচে জিতেছে তারা। আর্জেন্টিনা জিতেছে ৩৮ ম্যাচে। দুই দলের সর্বশেষ লড়াইয়ে ব্রাজিলকে অবশ্য ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর