টাইগারদের অনুশীলনের প্রথমদিন যেভাবে কাটলো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৩:২৮ পিএম
টাইগারদের অনুশীলনের প্রথমদিন যেভাবে কাটলো

সোমবার (১৫ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসন্ন জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি। সূচী মোতাবেক সকাল সাড়ে নয়টা থেকে মিরপুর মূল স্টেডিয়ামের পাশাপাশি ইনডোর আউটার এবং ইনডোরে স্কিল অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। যা চলে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ঘণ্টাখানেকের বিরতি দিয়ে ১টা ৩০ মিনিট থেকে শুরু হয় জিম সেশন। যা চলে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত, বাংলাদেশ দল আজ অনুশীলন শুরু করলেও পরশু থেকে অনুশীলন করবে জিম্বাবুয়ে। কারণ আগামীকাল বাংলাদেশের মাটিতে পা দেবেন তারা। এরপর  দুই দিন অনুশীলন করে ১৯ তারিখ বিকেএসপিতে একটি একদিনের প্রস্তুতি ম্যাচে অংশ নিবে তারা। 

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মাশরাফি বিন মর্তুজা, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাঈফউদ্দিন ও ফজলে মাহমুদ রাব্বি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর