খেলার আগে ২০ বার বাথরুমে যায় মেসি: ম্যারাডোনা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৮, ০৭:৫৮ পিএম
খেলার আগে ২০ বার বাথরুমে যায় মেসি: ম্যারাডোনা

লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা-দুজন যেন জমজমাট কোনো রহস্য উপন্যাসের চরিত্র। দুজনের মধ্যে সম্পর্কটা কী, সেটা বুঝে উঠতেই পারছেন না পাঠক। কখনো মেসিকে বিশ্বসেরা বলছেন, অন্যদিন ‘ধুর, কিচ্ছু পারে না’ বলে ক্ষোভ ঝাড়ছেন। এই তো কিছুদিন আগে বললেন, আর্জেন্টিনাই মেসিকে পাওয়ার যোগ্য দল না। মেসির উচিত আর্জেন্টিনা দল থেকে অবসর নেওয়া। এবার নতুন মন্তব্য।

শুক্রবার (১২ অক্টোবর) মেসির তীব্র সমালোচনা করেছেন, বার্সেলোনার অধিনায়ককে জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার মানে হয় না। কারণ মেসি চাপ নিতে পারেন না। সেখানে আরো বলেন, খেলার আগে মেসি ২০ বার বাথরুমে যায়। ম্যাক্সিকোর 'লা অ্যান্টিমা প্যালাব্রা' টিভি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।  

তিনি ওই টিভি অনুষ্ঠানে বলেন, ‘সে মাঠে নেতৃত্ব বুঝে নিতে চায়। কিন্তু সতীর্থদের সঙ্গে কথা বলার চেয়ে মেসি প্লে ষ্টেশনে ভিডিও গেম খেলতে বেশি পছন্দ করে।’
 
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আমার জন্য কথা বলা কঠিন। আপনি এমন একটা মানুষকে নেতা বানাতে পারবেন না যে ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়। ক্লাবের মেসির এক আর আরজেন্টিনার মেসি আরেক রকম। সে নেতৃত্বের জন্য কখোনই উপযোগী না।’
 
আপাতত জাতীয় দল থেকে কিছুটা দূরা আছেন মেসি। জাতীয় দলের কোন খেলায় তিনি অংশগ্রহণ করছেন না।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর