তুমুল হাতাহাতি দু’দলের ক্রিকেটারদের মধ্যে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৮:১৫ পিএম
তুমুল হাতাহাতি দু’দলের ক্রিকেটারদের মধ্যে

যদিও বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্র মানুষের খেলা। তবুও মাঠে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা। আর এমন অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে ক্রিকেটের জম্মস্থানে। ম্যাচের মধ্যেই রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ক্রিকেটাররা। এরপরই তুমুল লড়াই!

ক্রিকেটের জনক ইংল্যান্ডে এমন ঘটনা ঘটেছে। দেশটির লিগ ম্যাচ চলাকালে নর্দপ ক্লাব ও সেন্ট অ্যাসাফ দলের দুই ক্রিকেটার এমন ঘটনায় জড়িয়ে যান। নর্দের বোলার জর্ডান ইভান্স সেন্ট অ্যাসাফ দলের ব্যাটসম্যান ম্যাথু রায়ানের ম্যাচ চলাকালে বিতর্কে জড়ান।

ইংলিশ আয়োজকরা এই ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন। নিয়েছেন ‘কঠিন’ সিদ্ধান্ত। বিশ সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন বোলার ইভান্স। কেটে নেওয়া হয়েছে নর্দপের পয়েন্ট। এই মৌসুমে দলটির ৩০ পয়েন্ট থেকে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। যা কার্যকর হবে আগামি মৌসুমে। নিজ দলের বোলারকে নিবৃত্ত করতে না পারায় নর্দপ অধিনায়ক মার্ক পয়েন্টনকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

নর্থ ওয়েস্ট ক্রিকেট লিগের চেয়ারম্যান এমন ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, ‘এমন কিছু ঘটা সবসময়ই হতাশার। ক্রিকেট মাঠে এটা হতে পারে না। আশা করছি, এই ধরণের আচরণ যে অগ্রহণযোগ্য সেটা মানুষ বুঝতে পারবে।’

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর