গুরুতর অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ১১:৪১ এএম
গুরুতর অভিযোগ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। যাতে মণীশ পাণ্ডে দলে জায়গা পেয়েছেন, সঙ্গে ঋষভ পন্থও। দল নিয়ে ক্রিকেট-পাগলদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব নেই। কিন্তু মণীশ পাণ্ডেকে নিয়ে মোটেও সন্তুষ্ট নন ক্রিকেট-সমর্থকরা। 

তাদের প্রশ্ন, মণীশ পাণ্ডে কীভাবে দলে জায়গা পেলেন? সেরকম পারফরম্যান্স তো করেননি তিনি। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর জানিয়েছিলেন, পারফরম্যান্সই শেষ কথা হওয়া উচিত দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে।

সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র আট রান করেছিলেন মণীশ পাণ্ডে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’ রান করেছিলেন তিনি। ব্যাটে ঝড় না তুলেও তাহলে দলে জায়গা পাওয়া যায়? এমনটাই প্রশ্ন ক্রিকেটপাগলদের। সোশ্যাল সাইটে মণীষ পাণ্ডেকে নিয়ে শুরু হয়ে গিয়েছে টীকা টিপ্পনী। কেউ লিখেছেন, আমার মনে হয় এমএসকে প্রসাদের ভাইপো হন মণীশ পাণ্ডে। আবার এক জন বলেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে টাকা দিয়ে দলে জায়গা পেয়েছেন মণীশ। এক ক্রিকেট ভক্ত আবার বলেছেন, দীনেশ কার্তিক দলে জায়গা পেলেন না। অথচ মণীশ পাণ্ডে দলে জায়গা পেয়ে গেল। কী দারুণ জোক!

দল ঘোষণার আগেই মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে প্রবল আলোচনা হয়েছিল। ক্রিকেটপাগলরা ভেবেছিলেন, ধোনিকে হয়তো বিশ্রাম দেওয়া হবে। কিন্তু সে সব হয়নি। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর