১১ বলের তাণ্ডবে ১০ উইকেটে জিতল নেপাল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৮, ০৯:৫৫ এএম
১১ বলের তাণ্ডবে ১০ উইকেটে জিতল নেপাল

বার বারই বিস্ময় উপহার দিচ্ছে এশিয়া অঞ্চলের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। মঙ্গলবার (৯ অক্টোবর) মায়ানমারের ৯ রানের বিপরীতে ১০ বল খেলে ৮ উইকেট জিতেছিল মালয়েশিয়া।

এরপর বুধবারে নেপাল-চীন ম্যাচে একই রকম কাণ্ড ঘটে। বাছাইপর্বে চীন প্রথম ব্যাট করতে নেমে ১৩ ওভারে মাত্র ২৬ রানে অলআউট হয়। দলের একমাত্র ব্যাটসম্যান হং জিয়াং ইয়ান ২৭ বল খেলে ১১ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে নেপালের সন্দীপ লামিচানে ৪ ওভার বল করে ১ মেডনসহ ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভার বল করে ১ মেডেনসহ ৫ রান দিয়ে ৩ উইকেট নেন রেগমি। আর ৩ ওভার বল করে ১ মেডেনসহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন রাজবানসি।

২৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১১ বল খেলে কোনো উইকেট না হারিয়ে ২৯ রান করে নেপাল। বিনোদ বান্দারি ৮ বল খেলে ৩টি চার ও ১ ছক্কায় অপরাজিত ২৪ রান করেন।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর