আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০৩:৩৮ পিএম
আজ পাকিস্তানকে হারিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ?

২০১৬,  অর্থাৎ এশিয়া কাপের ১২তম আসরের গল্প এটি। সেবার দেশের মাটিতে অনুষ্ঠিত আসরটিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তার ঠিক দুই বছর পর সেই পাকিস্তানের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। তাই আজ জিততে পারলে ইতিহাস রচনা। চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে বুক ভরা কান্না।

ইতিহাস যেহেতু বাংলাদেশের পক্ষে সাফাই গাইছে। আর টাইগারদের সম্প্রতি পারফরম্যান্সও বেশ ভালো। সে হিসাবে, মাশরাফি বাহিনীর জয়ের ব্যাপারে আশাবাদী হতেই পারেন টাইগার ভক্তরা। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ বারের মুখোমুখিতে ৩১ বারই জিতেছে পাকিস্তান। আর চার বার জিতেছে বাংলাদেশ। তবে সর্বশেষ ৫ বারের মুখোমুখিতে পাকিস্তানকে তিনবারই হারিয়েছে মাশরাফি বাহিনী। সে হিসেবে কিছুটা চাপে থাকতে পারে পাকিস্তানিরা।

এদিকে গতম্যাচের তুলনায় আজ অনেকটা ব্যালেন্সড দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। একাদশে ভিড়ানো হবে সৌম্য সরকারকে। যিনি কিনা পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে সফল ব্যাক্তি। ২০১৫ সালে এই পাকিস্তানের বিপক্ষেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান তিনি।

গোনিউজ২৪/এআর 

খেলা বিভাগের আরো খবর