বাংলাদেশ ৩, পাকিস্তান ০


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ০২:৪৫ পিএম
বাংলাদেশ ৩, পাকিস্তান ০

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে কে খেলবে, সেটা ঠিক হওয়ার অঙ্ক খুব সহজ। বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান বনাম বাংলাদেশের লড়াইয়ে যে জিতবে, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ফাইনালে খেলার ছাড়পত্র তাদের।

এমন এক কঠিন মুহুর্তে অবস্থান করছে বাংলাদেশ-পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের ষষ্ঠ ম্যাচে আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ-পাকিস্তান।

তবে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড যথেষ্ট সমৃদ্ধ। ২০১৫ সালে ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছিল বাংলাদেশ। তাই এদিক থেকে বাংলাদেশ ৩, আর পাকিস্তান শূন্য (০)।

এছাড়া ২০১৬ সালের এশিয়া কাপেও পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল মাশরাফিরা। এবার সেই একই অবস্থা মাশরাফির সামনে।

যদিও দুই দলের মোট লড়াইয়ে বাংলাদেশ থেকে বহুগুণ এগিয়ে পাকিস্তান। তবুও সাম্প্রতিক লড়াইয়ে বাংলাদেশকেও কোনো ভাবে পেছনে ফেলার যুক্তি নেই।  

আবার সর্বশেষ আবু ধাবির মাঠে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল শেষ ওভারের ম্যাচে জয় পেয়েছিল। অন্যদিকে, পাকিস্তান তাদের শেষ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে। ফলে শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশের পক্ষে কথা বলবে। এমনটা মনে করেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা রমিজ রাজাও।

এই জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, 'আজকের ম্যাচে ফেভারিট দল বাংলাদেশ। কারণ তারা এই মাঠে তাদের শেষ খেলায় আফগানিস্তানকে হারিয়েছে। শেষ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর