বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১২:০৫ পিএম
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপ ২০১৮-এর সুপার ফোরের ম্যাচে বুধবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় আবুধাবিতে লড়বে পাকিস্তান-বাংলাদেশ। আজকের ম্যাচটি কাগজ কলমের হিসেবে সুপার ফোরের হলেও মূলত পাকিস্তান-বাংলাদেশের এই ম্যাচটিকে বলা যায় অঘোষিত সেমিফাইনাল। কারণ এই ম্যাচটিতে যে দল জিতবে, সেই দলটি শক্রবার (২৮ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

এশিয়া কাপের ইতিহাসে এখনও পর্যন্ত তেরোবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। তেরো দেখায় বারোবারই জয় পেয়েছে পাকিস্তান। তাই পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে পাকিস্তান। তবে মাঠের খেলায় যে দল এগিয়ে থাকবে, জয় তাদের পক্ষেই কথা বলবে। কারণ পরিসংখ্যান কখনো কাউকে জেতাতে পারেনা। 

যেহেতু দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই দুই দলই চাইবে নিজেদের সেরাটা দেয়ার জন্য। ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে যাওয়া সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলটি একাদশের পাশাপাশি খেলার কৌশলেও পরিবর্তন আনতে পারে। টানা এগারো ম্যাচ খেলে এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি দেশটির অন্যতম পেসার মোহাম্মদ আমির। তাই পরিবর্ত হিসেবে আজ অভিষেক হতে পারে অলরাউন্ডার শান মাসুদের।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, উসমান খান, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর