অবশেষে বাংলাদেশের বিপক্ষে ডাক পেলেন রাজা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৫:৫৪ পিএম
অবশেষে বাংলাদেশের বিপক্ষে ডাক পেলেন রাজা

দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডের সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সে উপলক্ষে দলও ঘোষণা করেছিলো জিম্বাবুয়ে। কিন্তু পারিশ্রমিক এবং ম্যাচ ফি ইস্যুতে বোর্ডের সঙ্গে জামেলা থাকায় বাংলাদেশের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি দলের অন্যতম তারকা ক্রিকেটার সিকান্দার রাজাকে।

এবার সেই সিকান্দার রাজাকে নেয়া হলো বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য। টুইটারে নিজের কর্মকাণ্ডের জন্য টুইট করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কারণে অবশেষে তাকে শুধুমাত্র বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নেয়া হয়েছে দলে। 

চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাবে জিম্বাবুয়ে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাখা হয়নি রাজাকে।

জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখছে আগামী ১৬ অক্টোবর। আর ২১ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচটি। ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রামে হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। আর ৩ নভেম্বর থেকে প্রথম টেস্ট সিলেটে এবং ১১ নভেম্বর থেকে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।

জিম্বাবুয়ে ওয়ানডে দল : ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারাসাই মাসাকান্দা, তেন্ডাই চাতারা, সেফাস জুয়াও।

জিম্বাবুয়ে টেস্ট দল : পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুতা, হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, তেন্ডাই চাতারা।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর