আজ দুই স্পিনারের সম্মানের লড়াই


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৪:৫৬ পিএম
আজ দুই স্পিনারের সম্মানের লড়াই

ডিফেনিডং চ্যাম্পিয়ন ভারত রোহিত শর্মার নেতৃত্বে অপ্রতিরোধ্য ভঙ্গীমায় ক্রিকেট খেলছে চলতি এশিয়া কাপে। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়েইয়ে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারেনি টিম ইন্ডিয়া। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) আফগানদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে ভারত।

তবে নিয়মরক্ষার এই ম্যাচেও নজরে থাকবে দুটি ব্যাপার। এক, দুই লেগস্পিনারের টক্কর। দুই, মরুশহরে আবার দেখা যায় কি না হিটম্যান আর ধাওয়ান শো।

এক দিকে, রশিদ খান। অন্য দিকে, চাহাল। টক্করে নামার আগে ভারতীয় লেগস্পিনারের মুখে অবশ্য শোনা গেল তার প্রতিপক্ষের প্রশংসা। সাংবাদিকদের চহাল বলেন, ‘রশিদ ভাই খুব ভাল স্পিনার। আমার সঙ্গে সে ভাবে দেখা হয় না। তবে সুযোগ পেলেই কথা বলি। রশিদ ভাই বল করতে এলে খুব খুটিয়ে খুটিয়ে দেখি। আমার প্রিয় স্পিনার।’

রশিদের কী ভাল লাগে সব চেয়ে? চাহাল বলেছেন, ‘ব্যাটসম্যানরা ওকে মারার সুযোগই পায় না। রশিদ ভাই যদি গোটা পঞ্চাশেক ম্যাচ খেলে থাকে, তা হলে দেখা যাবে হয়তো চার-পাঁচটা ম্যাচে ব্যাটসম্যানরা ওকে মারতে পেরেছে। আমি শুধু দেখে যাই, ও কোথায় বল ফেলছে। আর সুযোগ পেলেই ওর সঙ্গে কথা বলি।’

আফগানিস্তান ছিটকে গেলেও তাদের অন্যতম সেরা ব্যাটসম্যান হাশমাতুল্লাহ শাহিদি বলেছেন, ‘আমরা চাইব মাঠে নেমে ভারতকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিতে। দেখা যাক, কী হয়।’ 

ঘটনা হল, মরুশহরে যে ভাবে হিটম্যান-ধাওয়ান শো চলছে, তাতে অন্য দলের বিশেষ সুযোগ কেউ দেখছেন না।  

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর