ব্রাজিলের বিপক্ষে নেই মেসি, তবে...


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৩:০৯ পিএম
ব্রাজিলের বিপক্ষে নেই মেসি, তবে...

আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাওদিও তাপিয়া জানিয়েছেন, ১২ অক্টোবর ইরাক ও ১৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। তবে তার দৃঢ় বিশ্বাস, এরপরই মেসি জাতীয় দলে ফিরবেন। আর সে জন্য তাকে মোটেও চাপ দেয়া হবে না।

এ বিষয়ে তিনি বলেছেন,

‘নিঃসন্দেহ, জাতীয় দলের হয়ে খেলতে সে ফিরে আসবে। আমাদের তাকে তার মতো থাকতে দেওয়া উচিত এবং তাকে প্রয়োজনীয় সময় দেয়া উচিত।’

‘আমি পুরোপুরি শান্ত আছি। আমি জানি, জাতীয় দলের জার্সিটাকে সে অন্য যে কারো চেয়ে অনেক বেশি ভালোবাসে।…এটা হবে যখন এর সময় হবে। আমরা তাড়াহুড়ো করতে পারি না।’

‘এসব খেলোয়াড়কে জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যেতেই হবে।…এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়

প্রসঙ্গত, আর্জেন্টিনার হয়ে মেসি শেষ মাঠে নামেন রাশিয়া বিশ্বকাপে। টুর্নামেন্টের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় তার দল। ২০০৫ সালের অগাস্টে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর এখন পর্যন্ত ১২৮ ম্যাচ খেলে ৬৫ গোল করেছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। ২০১৬ সালেও কিছু সময়ের জন্য জাতীয় দল থেকে অবসরে ছিলেন মেসি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর