১৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইমরুল-মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৯:৩৫ পিএম
১৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ইমরুল-মাহমুদউল্লাহ

দুই রানের ব্যবধানে মুশফিক-সাকিবকে হারিয়ে যখন খাদের কিনারায় বাংলাদেশ ঠিক তখনই দলকে টেনে তুলতে সাহায্য করেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি ১২৮ রানের দারুণ জুটিও গড়েন। 

পরিসংখ্যান বলছে, ষষ্ঠ উইকেটে ইমরুল-রিয়াদের জুটিটি ভেঙেছে ১৯ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শাহরিয়ার ও খালেদ মাহমুদ অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে গড়েছিলেন ১২৩ রানের জুটি। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ। আর আজ থেকে ১২৮ রানের জুটিটি হলো সর্বোচ্চ।

রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিং করে লড়াই করার মতো স্কোর করে বাংলাদেশ। তার তা সম্ভব হয়েছে ইমরুল-রিয়াদের কারণেই।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর