মুশফিকের নতুন মাইলফলক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৬:৪৪ পিএম
মুশফিকের নতুন মাইলফলক

আন্তর্জাতিক ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন দুইজন বাংলাদেশি। এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে এ তালিকায় পৌঁছেছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

রোববার (২৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মুশফিকুর রহিমের রান সংখ্যা ছিল ৪৯৯৩। আর আজকের ম্যাচে ৭ রান পূর্ণ করে তামিম-সাকিবের কাতারে পৌঁছে যান তিনি।

হিসাব বলছে, এশিয়া কাপের আগে মুশফিকুর রহিমের রান সংখ্যা ছিল ৪৮২৮ রান। অর্থাৎ ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে তার রানের প্রয়োজন ছিল ১৭২ রান। আর এশিয়া কাপের মধ্যে যে তিনি এই রান পূর্ণ করবেন তা আগে থেকেই অনুমেয় ছিল।

মজার ব্যাপার হলো, এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচেই ১৪৪ রানের ইনিংস খেলেন মুশফিক। এর পরের ম্যাচে ২১। আর আজ ২৮ রানে অপরাজিত রযেছেন তিন।

প্রসঙ্গত, ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রান তামিম ইকবালের। তার ১৮১ ইনিংসে তার রান সংখ্যা ৬৩০৭। অন্যদিকে টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসানের সংগ্রহ ৫৪৮২ রান।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর