ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চমক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৫:১৫ পিএম
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চমক

এশিয়া কাপের শুরুটা দুরুণ হলেও টানা দুই হারে বিপর্যস্ত বাংলাদেশ। আফগানিস্তানের কাছে ১৩৬ রানে হারের পর ভারতের বিপক্ষে ১২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে হেরে যাওয়া। এমন দুই হারের পর বাংলাদেশ দল নিয়ে আশার কথা বলা কঠিন। কিন্তু বাস্তবতা হলো, টানা দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা ভালোভাবেই আছে বাংলাদেশের। সে দিকেই নজর মাশরাফিদের। 

রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজকের ম্যাচটি বলা যায় কঠিন পরীক্ষা মাশরাফিদের জন্য। কারণ এই ম্যাচটিতে হারলে ফাইনাল খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে যাবে বাংলাদেশের। এমন ম্যাচটিতে প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

আজ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে এসছে দুই পরিবর্তন। মোসাদ্দেকের জায়গায় ইমরুল। আর রুবেলের পরিবর্তে নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশের একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিঠুন, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), মেহদি হাসান, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর