কপাল পুড়ল আমিরের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৩:১৮ পিএম
কপাল পুড়ল আমিরের

শুরুতে হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের বড় জয়। গ্রুফ পর্বের নিজেদের শেষ অর্থাৎ দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে অসহায় আত্নসমর্পন। এ যেন আকাশ থেকে মাটিতে পড়ার মত। পরে আফগানদের বিপক্ষে নাটকীয় জয় পাকিস্তানের। তবে পাকিস্তানকে চরম হতাশ করছেন প্রতিপক্ষের কেউ নন; হতাশ করছেন আমির।

আমির গত ৯টি একদিনের আন্তর্জাতি টেুর্নামেন্টে একটি উইকেটও পাননি। তার এমন পারফরমেন্সে বেশ গভীর সমস্যায় পাকিস্তান দল। এমনকী এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই ম্যাচে ১৩ ওভার হাত ঘুরিয়ে একটি উইকেটও পাননি।

 তাই আফগানিস্তানের বিপক্ষে তাকে একাদশে রাখা হয়নি।

আমিরের ব্যর্থতার কথা স্বীকারই করে নিয়েছেন পাকিস্তানের কোচ দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার। তিনি বলছেন, ‘আমিরের উইকেট না পাওয়া সত্যিই আমাদের ভাবাচ্ছে। জানি, ও উইকেট পাচ্ছে না। চিন্তার বিষয় তো বটেই। দলের প্রধান স্ট্রাইক বোলার যখন উইকেট পায় না তখন দায়িত্ব অন্য বোলারদের উইকেট তুলে নেওয়ার। সেটাও ভালভাবে হচ্ছে না।’ 

তবে দলের সাম্প্রতিক পারফরমেন্সে খুব একটা হতাশ নন পাক কোচ মিকি আর্থার। তিনি বলছেন, ‘ভারতের বিরুদ্ধে হেরেছি ঠিক কথাই, কিন্তু ভুলে গেলে চলবে না আমরা হারলাম অনেকগুলো ম্যাচ পরে। সুতরাং দলের পারফরমেন্স খারাপ বলা যায় না।’ 

কিন্তু মিকি আর্থার নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন উপমহাদেশের ক্রিকেট–সংস্কৃতি। যতই সাফল্য আসুক না কেন, যতক্ষণ না পর্যন্ত ভারতকে না হারানো যায় ততক্ষণ যে কোনও জয়ই জয় নয়। সেখানেই উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে পাক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে। পাকিস্তানি পত্রিকায় প্রকাশ হচ্ছে আজ ভারতের বিপক্ষেও তাকে দেখা যাবে না।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর