রোহিত যেন বাদ দেয়ার জবাব দিচ্ছে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০১:০৮ পিএম
রোহিত যেন বাদ দেয়ার জবাব দিচ্ছে

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে অপ্রতিরোধ্য ভঙ্গীমায় ক্রিকেট খেলছে চলতি এশিয়া কাপে। বলা যায় এশিয়া কাপ ভারত পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। অখ্যাত হংকংয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে একটু চাপে পড়লেও তারপর থেকে উন্নতি করেই চলেছে ভারত। 

বোলাররা এত দুর্দান্ত খেলছে, যে বড় রান তাড়া করতে হচ্ছেই না ভারতকে। বিপক্ষকে শ্বাস নেওয়ারও জায়গায় দিচ্ছে না, এতটাই কঠিন বোলিং করছে তারা। লাইন–লেংথ এতটাই নিখুঁত যে বিপক্ষ ব্যাটসম্যানরা শট খেলার জায়গাই পাচ্ছে না। এরপর স্পিনাররা এলে ব্যাটসম্যানরা দু’‌একটা শট খেলার সুযোগ পায় ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে যেতে হয় প্যাভিলিয়নে।ৃ

টেস্ট দল থেকে ওকে বাদ দেওয়ার জন্য একটা জবাবও তার দেওয়ার রয়েছে। সেটা চেষ্টাও করছে। শিখর ধাওয়ানকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ওপেনিং জুটি হল তারা দু’জনই। এখনও পর্যন্ত এশিয়া কাপে নিজেদের তিন ম্যাচে রোহিত সংগ্রহ করেছেন ১৫৮ রান। হংকংয়ের বিপক্ষে ২৩, পাকিস্তানের বিপক্ষে ৫২ এবং বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৮৩।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর