সে ভুলটা আর করতে চাই না: ইমাম-উল হক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ১০:২৩ এএম
সে ভুলটা আর করতে চাই না: ইমাম-উল হক

পাকিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান ইমাম-উল হক। যার ব্যাট কথা বললে দলের জয় অনেকটা নিশ্চিত। আর সে যদি ভুল করে তাহলে সমালোচনাটাও কম হওয়ার কথা নয়। হ্যাঁ, তাই হয়েছে। কারণ তার উপরে টিমের যেমন চাহিদা রয়েছে, তেমনি ভক্তদেরও। ইনজামামের ভাইপো তা বুঝতে পেরেছেন। তাই নিজ থেকেই বলেছেন এমনটা আর হবে না।

ইমাম নিজেকে বদলে ফেলার জন্য বদ্ধপরিকর। তিনি নিজের ভুল শুধরে নিতে মরিয়া। কী সেই ভুল? পাকিস্তানের মিডিয়া ম্যানেজারের মাধ্যমে ইমামের যে প্রতিক্রিয়া পাওয়া গেল, তা এ রকম; ‘ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে আমি খুব খারাপ শট খেলে আউট হয়েছিলাম। তাতে আমি যেমন হতাশ হয়েছিলাম, বাকিদেরও হতাশ করেছিলাম। তাছাড়া ও রকম ব্যাটিং করা আমার ধরন নয়। সেই ভুলটা আর করতে চাই না।’ 

আফগানিস্তান ম্যাচে যে তিনি ভুল অনেকটা শুধরে নিতে পেরেছিলেন, তাও বলছিলেন ইমাম। ‘আমার পাশে দাঁড়ানোর জন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেব। আফগান ম্যাচে ঠিক করে নিয়েছিলাম, উইকেটে থাকব। সেটাই করেছি।’

সামনে এ বার ভারত। আগের ম্যাচে খারাপ ভাবে হারতে হয়েছে। এ বার কী ভাবছেন? ইমাম বলছেন, ‘আফগানিস্তানের বিরুদ্ধে একটা রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছি। এতে টিমের পরিবেশ ভাল হয়ে যায়। ইতিবাচক একটা মনোভাব দেখা যায় দলের মধ্যে। আমরা রোববারের ম্যাচটাও জিতব।’

এপর্যন্ত ইমাম ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তাতে ৪টি সেঞ্চুরি ও ২টি ফিফটি রয়েছে। গড় ৬৭.৭০।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর