ঘরের মাঠে রিয়ালের কষ্টের জয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৯:৩৭ এএম
ঘরের মাঠে রিয়ালের কষ্টের জয়

লা লিগার খেলায় শনিবার (২২ সেপ্টেম্বর) এস্পানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। দু’দলের মধ্যে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে নিজেদের মাঠে শেষ পর্যন্ত কষ্টার্জিত জয় পায় স্পেনের সফলতম ক্লাব রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল স্পেনর সফলতম দলটি।

ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করলেও প্রতিপক্ষের সীমানায় ঠিক সুবিধা করতে পারছিল না রিয়াল। উল্টো ৩৫তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। প্রতি-আক্রমণে দারুণ জায়গায় বল পেয়েছিলেন এর্নান পেরেস; কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগটি নষ্ট করেন প্যারাগুয়ের ফরোয়ার্ড।

অবশেষে ৪১তম মিনিটে আসে পার্থক্য গড়ে দেওয়া গোল। করিম বেনজেমাকে লক্ষ্য করে লুকা মডরিচ বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আসেনসিও। কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন স্প্যানিশ মিডফিল্ডার।

যদিও তখনই উল্লাসে মাতার সুযোগ পাননি বার্নাব্যুর দর্শকরা। কারণ অ্যাসেনসিও অফসাইডে ছিলেন কিনা তা নিশ্চিত হতে ‘ভার’ প্রযুক্তির সহায়তা নেন রেফারি। তারপর নিশ্চিত হয়েই গোলের বাঁশি বাজান তিনি।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলের সুযোগ হারান মডরিচ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় তার শট। 

 ৬৫তম মিনিটের সময় অধিনায়ক সার্জিও রামোসের ভুলে উল্টো গোল খেয়ে বসছিল রিয়াল। কিন্তু গোলকিপার কোর্তোয়ার বিচক্ষণাতায় সে যাত্রায় বেঁচে যায় রিয়াল।

এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ তবে কেউ কারো রক্ষণভাগ ভাঙতে পারেননি। অবশেষে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ১২।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর