ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩ সদস্যর দল ঘোষণা ভারতের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮, ০৮:৪৩ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩ সদস্যর দল ঘোষণা ভারতের

ইংল্যান্ড সফরে লাগাতার রিজার্ভ বেঞ্চে বসা করুণ ন্যায়ারকে অধিনায়কত্ব করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। যাতে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড সফরে অভিষিক্ত তরুণ উদীয়মান হনুমা বিহারী।  

কিন্তু দুঃখজনকর ব্যাপার হলো, এই দলে ভারতীয় দলের উদীয়মান উইকেটকিপার ঋষভ পন্তকে শামিল করা হয়নি। তার জায়গায় ইশান্ত কিষাণ খেলার সুযোগ পেয়েছেন। এছাড়াও ভারতীয় ‘এ’ দলের সদস্য মোহম্মদ সিরাজ শাহবাজ নদীমের মত খেলোয়াড়দেরও জায়গা হয়নি।

প্রসঙ্গত, ২৯ সেপ্টেম্বর বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপেক্ষে দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়েস্ট ইন্ডিজ দল ৪ অক্টোবর থেকে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। এই সিরিজের প্রথম ম্যাচ ৪ অক্টোবর রাজকোটে অনুষ্ঠিত হবে।  

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচের জন্য বোর্ড প্রেসিডেন্ট একাদশ দল-

মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, হনুমা বিহারী, করুণ ন্যায়ার (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, অঙ্কিত বাওনে, ঈষাণ কৃষান (উইকেটকিপার), জলজ সাক্সেনা, সৌরভ কুমার, বাসিল থাম্পি, আবেশ খান, কে ভিগ্নেশ ও ঈশান পোড়েল।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর