বাংলাদেশ পারেনি, পেরেছে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৯:৪১ পিএম
বাংলাদেশ পারেনি, পেরেছে আফগানিস্তান

শুরুতে দুই দলের ব্যাকফুটে যাওয়ার ধরণ ছিল একই। কিন্তু একদল ১৭৩ রানে থেমে গেল, অন্যদলের রান গিয়ে দাঁড়াল ২৫৭তে। বলছি, বাংলাদেশ-আফগানিস্তানের কথা। 

এশিয়া কাপের সুপার ফোরের ভিন্ন দুই ম্যাচে মুখোমুখি হয়ে বাংলাদেশ-ইন্ডিয়া এবং আফগানিস্তান-পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে ইন্ডিয়ার বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।  ম্যাচে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশের টপঅর্ডারের ব্যাটসম্যানরা। তুরুপের তাসের মতো পর্যাক্রমে ভেঙেছে টাইগারদের উইকেট। যদিও শেষ মুহুর্তে মাশরাফি ও মেহেদী মিরাজ কিছুটা চেষ্টা করেন দলকে টেনে তুলতে। কিন্তু আগের ব্যর্থতায় স্কোর খুব বেশি বড় হয়নি।

আবু ধাবিতে দিনের অন্য খেলায় ৩০ রানের মধ্যে দুই উইকেট হারানোর পরও হাসমতউল্লাহ শাহেদীর ৯৭ এবং অধিনায়ক স্তানিকজাইয়ের ৬৭ রানের অতিমানবীয় ইনিংসে পাকিস্তানকে ২৫৮ রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান। নিজেদের ইনিংসে পুরো সময়জুড়ে পাক বোলারদের শাসন করেন তারা।

বলা বাহুল্য,  অসাধারণ বোলিং লাইনআফ থাকায় আফগানিস্তানের এই রানও পাকিস্তানের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর