নিষিদ্ধ হলেন রোনালদো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৯:০২ পিএম
নিষিদ্ধ হলেন রোনালদো

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় জেইসন মুরিলোর চুল ধরে টানার অপরাধে লাল কার্ড দেখতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যাচে আম্পায়ারের এমন সিদ্ধান্ত ফুটবলবিশ্বে বেশ সমালোচিত হয়। 

এ নিয়ে জুভেন্টাসের সাবেক কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন, এটা কোনোভাবেই লাল কার্ড দেয়ার মতো অপরাধ ছিল না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যদি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) থাকতো, তাহলে সেখানে রিভিও করে দেখা যেতো এবং কোনোভাবেই রোনালদোকে লাল কার্ড দেয়া যেতো না।

কিন্তু যেহেতু তিনি লাল কার্ড দেখে ফেলেছেন তাই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হচ্ছে। যদিও এমন ঘটনার জন্য খেলোয়াড়দের প্রায়ই একাধিক ম্যাচে মাঠের বাইরে রাখা হয়।

প্রসঙ্গত, রোনালদোকে কি এক ম্যাচের বেশি কোনো নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হবে কি না, সে সিদ্ধান্ত নেয়ার জন্য উয়েফার কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লানারি কমিটি বৈঠকে বসবে ২৭ সেপ্টেম্বর।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর