সরফরাজদের প্রতি পিসিবি’র কঠোর আইন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০২:২৮ পিএম
সরফরাজদের প্রতি পিসিবি’র কঠোর আইন

চলতি এশিয়া কাপে ফেভারিট তকমা নিয়ে আরব আমিরাতে অবস্থান করছেন সরফরাজের নেতৃত্বাধীন পাকিস্তান। শুরুতে দূর্বল প্রতিপক্ষ হংকংকে উড়িয়ে দিযে মুখ থুবড়ে পড়ে চির প্রতিদ্বন্ধী দেশ ভারতের বিপক্ষে। আর তাতে সরফরাজ-আমিরদের প্রতি চটেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারতের বিপেক্ষে মাঠে নামার পূর্বে গণমাধ্যম কর্মীদের সামনে এসে বড় বড় হুঙ্কার দিয়েছিল পাকিস্তানের ক্রিকেটাররা। বিশেষ করে হাসান আলী, ইমাম-উল হক।

প্রচারমাধ্যমের সঙ্গে ‘স্টপ’ কথা বলায় নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে হেরে যাওয়ার পরই এমন কঠোর সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার পাকিস্তান শিবির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আর কোনও পাক ক্রিকেটার কথা বলতে পারবেন না প্রচারমাধ্যমের সঙ্গে।

দুবাইয়ে আসার পর থেকেই খোলা হাওয়া ছিল পাক শিবিরে। কিন্তু ভারতের কাছে হেরে যাওয়ার পরই সব দরজা–জানালা বন্ধ করে দেওয়া হল। বোঝাই গেল রোহিত শর্মাদের কাছে ৮ উইকেটে পর্যুদস্ত হওয়া মনে নিতে পারেনি পাক বোর্ড। তাই এই কঠোর সিদ্ধান্ত নিল পিসিবি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর