আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান দলে আফ্রিদিসহ আছেন যারা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০১:০৮ পিএম
আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তান দলে আফ্রিদিসহ আছেন যারা

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সাথে বড় জয় পেয়েছে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুবাইতে চির প্রতিদ্বন্ধী ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। 

শুক্রবার (২১ সেপ্টেম্বর) আবুধাবিতে শেখ জায়েদ স্টেয়িামে সুফার ফোরের ম্যাচে আফগানদের বিপক্ষে লড়বে পাকিস্তান। গ্রুফ পর্বের দুই ম্যাচে জয় পাওয়ায় আফগানদের মনোবল তুঙ্গে। অন্যদিকে পাকিস্তান তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে ভারতের সাথে যেভাবে আত্নসমর্পণ করেছে তাতে মনোবল তলানিতে। তবে পরিসংখ্যান এবং সবকিছু মিলিয়ে এগিয়ে পাকিস্তান। কিন্তু মাঠের খেলায় পরিসংখ্যান কখনো কাউকে জিতাতে পারেনা। তাই নজর থাকবে এই গাই ভোল্টেজ ম্যাচের প্রতি। কারণ দু’দলের লড়াই হবে আজ চরমে। পাক-আফগান দু’দলই বোলিংয়ের দিক থেকে শক্তিশালী। তাই আজ যে দলের ব্যাটসম্যানরা ভালো করবে ম্যাচে এগিয়ে থাকবে তারা।

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান শিবিরে দেখা যেতে পারে তিন পরিবর্তন। এদিন আসিফ আলীর পরিবর্তে দেখা যেতে পারে শাহীন খান আফ্রিদিকে। শাদাবের পরিবর্তে ডাকা হতে পারে নেওয়াজকে। ওপেনার হিসেবে থাকবেন ফখর জামান ও ইমাম-উল হক। ওয়া ডাউনে বাবর আজমকে দেখা যাবে। চার নম্বর পজিশনে দেখা যাবে মালিককে। মিডল অর্ডারে ব্যাট করবেন সরফরাজ-শাদাবরা। শেষের দিকে দেখা যাবে আমির-হাসানদের।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী/শাহীন খান আফ্রিদি, শাদব খান / মো নেওয়াজ, ফাহিম আশরাফ, জুনাইদ খান / মোহাম্মদ আমির, হাসান আলী, উসমান খান

(*এটি সম্ভাব্য একাদশ। বল মাঠে গড়ানোর পূর্বে দলের প্রয়োজনে পরিবর্তন হতে পারে।)

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর