৩ ভাগ্যবান খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৩:৩৪ পিএম
৩ ভাগ্যবান খেলোয়াড়কে ফ্ল্যাট দিলেন প্রধানমন্ত্রী

অভিষিক্ত ম্যাচে আলো ছড়ানোয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘বিস্ময় বালক’ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজকে একটি সুন্দর বাড়ি তৈরি করে দিয়ে বেশ সুনাম কুড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এবার জাতীয় ফুটবল ও হকি দলের সাবেক তিন খেলোয়াড়কে ঢাকার মিরপুরে তিনটি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেন তিনি। 

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে গণভবনে খেলোয়াড় ও তাদের পরিবারের কাছে তাদের ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। ফ্ল্যাটপ্রাপ্তরা হলেন, প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার পরিবার, জাতীয় ফুটবল দল ও আবাহনী লিমিটেডের সাবেক খেলোয়াড় শেখ আশ্রাফ আলী ও জাতীয় হকি দলের প্রয়াত খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনের পরিবার।

জানা যায়, বাংলাদেশের ফুটবল ও হকিতে অসমান্য অবদানের জন্য তাদের হাতে ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। 

প্রসঙ্গত, ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাবেক ফুটবলার ও সাংসদ আব্দুস সলাম মুর্শেদী, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ এবং বাফুফে সাধারণ সম্পাদক আবু নঈম সোহাগ।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর