কাঁদতে কাঁদতে কি বললেন রোনালদো?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৮, ০৩:১৪ পিএম
কাঁদতে কাঁদতে কি বললেন রোনালদো?

বুধবার (১৯ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অযাচিত লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে। ম্যাচটিতে প্রথমার্ধের ২৯ মিনিটের সময় স্বাগতিক ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিলো ডি বক্সের মধ্যে পড়ে যান। রোনালদো তাকে ওঠার তাড়া দিতে মাথায় হাত রাখেন এবং চুল টেনে ধরেন। সঙ্গে সঙ্গে সহকারী রেফারির সঙ্গে আলোচনা করে সিআরসেভেনকে লাল কার্ড দেখান রেফারি ফেলিক্স ব্রিখ।

হঠাৎ করে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েন রোনালদো। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি। মার্সেলিনোর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাকে। ভ্যালেন্সিয়া কোচ ওই মুহূর্তের কথা বললেন ম্যাচ শেষে, ‘রোনালদো জোর গলায় বলছিল দোষের কিছু সে করেনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে, এমনকি কাঁদছিল। লাল কার্ড যে কারণে পেয়েছে সেটা আমি দেখতে পাইনি।’

রোনালদোকে ছাড়া ১০ জনের দল নিয়ে ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। পেনাল্টি থেকে দুটি গোল করেছেন মিরালেম পিজানিচ। লাল কার্ড দেখানোকে অযৌক্তিক বললেন বসনিয়া-হার্জেগোভিনার এই খেলোয়াড়, ‘ফুটবল অদ্ভুত একটা খেলা। আমরা ৪-০ গোলে জিততে পারতাম। কিন্তু অযৌক্তিকভাবে লাল কার্ড দেখানোর ঘটনা ঘটল।’-গোল ডটকম

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর