মেসির হ্যাটট্রিক গোল, নেইমার এমবাপ্পের কাছে মলিন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৮, ০৮:২৮ এএম
মেসির হ্যাটট্রিক গোল, নেইমার এমবাপ্পের কাছে মলিন

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সালোনা। যাতে তিন তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে জেতানো ছাড়াও রেকর্ড গড়েন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দিনের অন্য খেলায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে গতবারের রানার্সআপ লিভারপুল।

মঙ্গলবার নিজেদের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমেই সফরকারী পিএসভির বিপক্ষে মেসির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। এর পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। আর শেষ দিকে ১০ মিনিটের ব্যবধানে দু’বার বল জালে পাঠিয়ে অষ্টম হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন তারকা। এত দিন তার সমান সাতটি হ্যাটট্রিক ছিল সময়ের আরেক সেরা ফুটবলার রোনালদোরও। এবার রেকর্ডটি একার করে নিলেন মেসি।

এদিকে দিনের অন্য ম্যাচে ড্যানিয়েল স্টারিজ ও জেমস মিলনারের গোলে ২-০ গোলে পিএসজির বিপক্ষে প্রথমে এগিয়ে যায় লিভারপুল। তবে প্রথমার্ধে তমা মুনিয়ের গোলে ব্যবধান কমায় পিএসজি। দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে কিলিয়ান এমবাপ্পের গোলে ফেরায় সমতা। কিন্তু শেষরক্ষা হয়নি। পার্থক্য গড়ে দেন ফিরমিনো।

সি’ গ্রুপের আরেক ম্যাচে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডের মাঠে গোলশূন্য ড্র করেছে ইতালির নাপোলি।

‘এ’ গ্রুপে ফরাসি ক্লাব মোনাকোর মাঠে ২-১ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। ১৮তম মিনিটে সামুয়েলের গোলে পিছিয়ে পড়ার পর ৩১তম মিনিটে দিয়েগো কস্তার গোলে সমতায় ফেরে স্পেনের ক্লাবটি। আর প্রথমার্ধের যোগ করা সময়ে হোসে হিমেনেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মাঠে ১-০ গোলে জিতেছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

‘ডি’ গ্রুপে ঘরের মাঠে রাশিয়ার লোকোমোতিভ মস্কোকে ৩-০ গোলে হারিয়েছে তুরস্কের গালাতাসারাই। অন্য ম্যাচে জার্মানির শালকের মাঠে ১-১ গোলে ড্র করেছে পর্তুগালের পোর্তো।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর