অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৮, ০৩:০৬ পিএম
অনলাইনে যেভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে পর্দা উঠছে এশিয়া কাপের ১৪তম আসরের। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। 

জানা গেছে, এশিয়া কাপের মূল সম্প্রচার স্বত্ব পেয়েছে স্টার ইন্ডিয়া। তবে তাদের সাথে চুক্তি ভিত্তিতে প্রচার করবে দেশীয় চ্যানেল বিটিভি, গাজী টিভি ও চ্যানেল নাইন। 

টিভির পাশাপাশি এবার অনলাইনেও সরাসরি এশিয়া কাপের সবগুলো ম্যাচ দেখা যাবে র‌্যাবিটহোল বিডির ইউটিউভ চ্যানেলে। এছাড়াও তাদের এ্যাপ ডাইনলোড করে আপনি উপভোগ করতে পারবেন এশিয়া কাপের ম্যাচগুলো। 

প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপ মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর