বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ৯ তথ্য


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৬:০৫ পিএম
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে গুরুত্বপূর্ণ ৯ তথ্য

রাত পোহালেই শুরু হবে এশিয়া কাপ। শনিবার (১৫ সেপ্টেম্বর) ছয় দলের অংশগ্রহনে অনুষ্ঠিত আসরটির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ৪৪টি আন্তর্জাতিক ওয়ানডেতে মুখোমুখি হয় দুই দল। যার ৩৬টি শ্রীলঙ্কা এবং ৬টিতে জিতে বাংলাদেশ। বাদবাকি চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

এছাড়া এশিয়া কাপের আসরে ১২বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ শ্রীলঙ্কা। যার ১২টিতে জিতেছে শ্রীলঙ্কা এবং বাদবাকি একটিতে জিতেছে বাংলাদেশ।

এক নজরে দেখে নিন বাদবাকি পরিসংখ্যানগুলো।

সর্বোচ্চ স্কোর:
দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৫ উইকেটে ৩২৪ রান। অন্যদিকে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩৫৭ রান।

শীর্ষ দুই রান সংগ্রাহক:
এ তালিকায় দুইজনই শ্রীলঙ্কার। তারা হলেন কুমার সাঙ্গাকারা (১২০৬) ও সনাৎ জয়াসুরিয়া (১০৩০)।

সবচেয়ে বেশি অর্ধশতক:
সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক কুমার সাঙ্গাকারা। কিংবদন্তি এই ব্যাটসম্যানের নামের পাশে বাংলাদেশের বিপক্ষে রয়েছে ১১টি অর্ধশতকের অর্জন।

শীর্ষ দুই উইকেট শিকারি:
৩১ উইকেট নিয়ে শীর্ষে মুত্তিয়া মুরালিধরন, ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর