আর্জেন্টাইন শিবিরে ফাটল, কোচ-দিবালার ভিন্নমত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৯:৪৪ এএম
আর্জেন্টাইন শিবিরে ফাটল, কোচ-দিবালার ভিন্নমত

গেল রাশিয়া বিশ্বকাপে কোচ হোর্হে সাম্পাওলির সঙ্গে এক প্রকার রশি টানাটানি লেগে ছিল সিনিয়র খেলোয়াড় মেসি-ডি মারিয়াদের। যার ফলে খুব বেশি এগোতে পারেনি দলটি। প্রি-কোয়ার্টারে বাদ পড়েই বিশ্বকাপ আসর শেষ হয় আলবেসিলিস্তাদের। এরপর রোষের মুখে বাদ পড়েন সাম্পাওলি। নিয়োগ হয় অন্তবর্তীকালীন কোচ স্কালোনির। সাময়িক সময়ের জন্য দূরে সরে যান অধিনায়ক মেসি।

আর্শ্চয়ের বিষয় হচ্ছে, নতুন কোচ লিওনেল নিয়োগ পাওয়ার পরই অভিযোগ উঠে দিবালার সঙ্গে খারাপ ব্যবহারে। তাকে মাঠের বাইরে বসিয়ে রাখার। তাকে কোচ পছন্দ করেন না বলেও গুঞ্জন উঠেছে ইতোমধ্যে। তবে অন্তবর্তীকালীন কোচ লিওনেল স্কালোনি পরিষ্কার করে জানিয়েছেন, আক্রমণভাগের এই খেলোয়াড়ের সঙ্গে তার কোনো সমস্যা নেই।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১২ সেপ্টেম্বর) ভোরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা। ম্যাচটির দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয় দিবালাকে। আর গত শনিবার গুয়াতেমালার বিপক্ষে দলের ৩-০ গোলের জয়ের ম্যাচে বেঞ্চেই থাকতে হয় তাকে।

তারকা ফরোয়ার্ড মেসি না থাকায় দিবালাকে বেশি সুযোগ দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বাস্তবে অবশ্য তার দেখা মেলেনি। তবে ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ব্যক্তিগত কোনো ঝামেলার কথা উড়িয়ে দিয়েছেন স্কালোনি।

"তার সাথে আমার কোনো সমস্যা আছে কি-না, আপনারা ভাবছেন? সে একটা ফেনোমেনন।"

"তার সঙ্গে আমার দারুণ একটা সম্পর্ক আছে। সে অসাধারণ একটা ছেলে। সে কিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা দেখার জন্য আমাদেরকে একটা সমাধান খুঁজে বের করতে হবে।"

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর