দায়িত্ব হারালেন ইনজামাম, বিপদে কোচ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৮, ০৯:০৫ এএম
দায়িত্ব হারালেন ইনজামাম, বিপদে কোচ

বর্তমানে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। একই সাথে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার ক্যাটাগরি কমিটির দায়িত্বেও আছেন তিনি। তবে এবার সেই পদ থেকে হুট করেই সরে দাঁড়িয়েছেন। 

মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী পিসিবির কোন দায়িত্বশীল ব্যক্তি একই সঙ্গে একের অধিক দায়িত্বে থাকতে পারবে না। তাই একপ্রকার বাধ্য হয়েই বাদবাকি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইনজামাম। নিশ্চিত তার কাছে ঘরোয়া ক্রিকেটের চেয়ে জাতীয় দলের দায়িত্বটা অধিকতর গুরুত্বের। তাই কোন রকম চিন্তা-ভাবনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইনজামাম।  

ইনজামাম সরে দাঁড়ালেও এখন পর্যন্ত একের অধিক দায়িত্ব নিয়ে বসে আছেন পাকিস্তান দলের প্রধান কোচ মিকি আর্থার ও বোলিং কোচ আজহার মাহমুদ। দুইজনই করাচি কিংসের কোচ ও বোলিং কোচের দায়িত্বে আছেন। নিশ্চিত প্রধান নির্বাচক ইনজামামের মতো তারাও অতি শিগগিরই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তা না হয় যে কোন সময় বিপদের মুখোমুখি হতে হবে তাদের।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর