মডরিচ-রোনালদোদের অনুষ্ঠানের উপস্থাপিকা বাংলাদেশী কন্যা!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৮, ০৯:১১ এএম
মডরিচ-রোনালদোদের অনুষ্ঠানের উপস্থাপিকা বাংলাদেশী কন্যা!

সাবেক সতীর্থ রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন লুকা মডরিচ। আর এই অনুষ্ঠানে জড়িয়ে আছে বাংলাদেশেরও নাম। গতবারের মতো এবারও উয়েফা অ্যাওয়ার্ড গিভিং সিরেমোনির এর হোস্টিংয়ের দায়িত্বে ছিলেন বাংলাদেশী বংশোদ্ভোত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী।

৪০ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিকের জন্ম লন্ডনে। বাঙ্গালী মুসলিম পরিবারে জন্ম নেয়া রেশমিনের জন্ম বেড়ে ওঠা সবই লন্ডনে। ইউনিভার্সিটি অফ বাথ থেকে ব্যাচেলর শেষ করে নিউজপেপার জার্নালিজম এর উপর ডিপ্লোমা করেন। এছাড়া রেশমিন দুই সন্তানের জননী। বর্তমানে তিনি বিবিসি এবং বিটি স্পোর্টসে স্পোর্টস সাংবাদিক হিসেবে কর্মরত আছেন।

সাংবাদিকতা ছাড়াও তিনি একজন ভোকালিস্ট। কাজ করেছেন বিখ্যাত মিউজিশিয়ান নিতিন শয়েনির সাথে। ২০০৬ সালে দ্যা নেমশেক নামের একটি ব্রিটিশ সিনেমাতে তার একটি গান প্রকাশিত হয়।-তথ্যসূত্র-নিই স্পোর্টস

গোনিউজ২৪/এআর

এ সম্পর্কিত আরও সংবাদ


খেলা বিভাগের আরো খবর