সাকিব-ফাফ ডুপ্লেসিসদের কোহলির চ্যালেঞ্জ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৮, ১০:৩৬ পিএম
সাকিব-ফাফ ডুপ্লেসিসদের কোহলির চ্যালেঞ্জ

দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ফাফ ডু প্লেসিসসহ বিভিন্ন ক্রিকেটারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে এই চ্যালেঞ্জটি ব্যাট হাতে নয়।

বৃহস্পতিবার এক টুইট বার্তায় চ্যালেঞ্জের কথা জানান ভারত কাপ্তান। শুধু সাকিব-ডুপ্লেসিস নন সেখানে তিনি বিশ্বের নামি-দামি ক্রিকেটারদেরও চ্যালেঞ্জ জানিয়েছেন। আর চ্যালেঞ্জ হলো ক্যাচ ধরা নিয়ে।তবে এ ক্যাচট সোজাসুজি না নিয়ে, একটু কঠিনভাবে লুপে নিতে হবে। কখনও হাত পেছনে নিয়ে, কখনও পায়ের তলায় হাত নিয়ে ক্যাচ ধরতে হবে। আর এভাবে ক্যাচ ধরার নাম দেওয়া হয়েছে ‘কোয়ার্কি চ্যালেঞ্জ’।

টুইটারে ২৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন বিরাট কোহলি। সেখানে দেখা যাচ্ছে হাত পেছনে নিয়ে, এরপর পায়ের নিচে নিয়ে ক্যাচ ধরছেন কোহলি।

আর সেই ভিডিওটি কোহলি ট্যাগ করে দিয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হার্শেল গিবস। ভারতীয় জাতীয় দলের ওপেনার লোকেশ রাহুল, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জন্টি রোডস এবং আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানকে।

কোহিলর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ। তিনি লিখেছেন, ‘আমি তৈরি বিরাট ভাই। হয়তো তোমাকে হারাতে পারব না, কিন্তু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
 

 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর