পান্থের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন সৌরভ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ০৪:০৩ পিএম
পান্থের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন সৌরভ

সালটা ১৯৯৬, লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল এক বাঁহাতি ভারতীয় ক্রিকেটারের৷অভিষেক টেস্টেই শতরান হাঁকিয়েছিলেন সেদিনে বাঁহাতি তরুণ সৌরভ গাঙ্গুলি। সেদিন ৩০১ বল খেলে সৌরভ ১৩১ রান করেছিলেন। আরও একটা ইংল্যান্ড সফর, আরও এক বাঁহাতি ভারতীয় ক্রিকেটারের অভিষেক। শনিবার (১৯ আগস্ট) কোহলির থেকে টেস্ট ক্যাপ পেলেন দিল্লির হয়ে রঞ্জি ক্রিকেট মাতানো ঋষভ পান্থ। এই বাঁ-হাতি ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংও করেন। অভিষেক ম্যাচেই তাকে নিয়ে প্রত্যাশার পারদ ইতিমধ্যেই তুঙ্গে।

টুইটে প্রশংসা করে সৌরভ লিখেছেন তরুণ ঋষভ দারুণ শুরু করেছে, এখন শুধু উইকেটে টিক থাকতে হবে, তবেই রান আসছে৷ টুইটের শেষ লাইনে ঋষভকে টেস্ট অভিষেক ও বড় ইনিংসের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন মহারাজ। তবে কি ঋষভের ব্যাটিং সৌরভকে তার অতীতের কথা মনে করিয়ে দিল। টুইটে তেমন ইঙ্গিত না দিলেও সৌরভের লেখা থেকেই স্পষ্ট প্রথম দিনেই কাম-কুল থেকে ধৈর্যের পরীক্ষায় সৌরভের মনে ছুঁয়েছেন ঋষভ।

সৌরভের মতো আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক টেস্ট শুরুর আগে ঋষভের প্রশংসা করেছিলেন। তিনি ঋষভের এক সময়ের কোচ রাহুল দ্রাবিড়। ঋষভের মধ্য টেস্ট খেলার ধৈর্য রয়েছে সেই কথাই শুনিয়েছিলেন বর্তমান অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় ‘এ’ দলের কোচ।

শেষদিকে ঋষভ ও হার্দিকের ব্যাটে ভর করে নটিংহ্যাম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ছয় উইকেট হারিয়ে ৩০৭ রান।২২ রান নিয়ে আছেন পান্থ। আজ বিকাল ৪টায় ফের নামবেন তিনি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর