অভিষেক ম্যাচে ছক্কার রেকর্ড ঋষভ পান্থের


অনলাইন ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৮, ০৩:০৬ পিএম
অভিষেক ম্যাচে ছক্কার রেকর্ড ঋষভ পান্থের

অভিষেক ম্যাচে ক্রিকেটের রেকর্ড বইতে নাম লেখাবেন এমন চিন্তা হয়ত ঋষভ পান্থ চিন্তাও করেননি। শনিবার (১৮ আগস্ট) ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে অভিষেক ম্যাচে ছক্কা হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের শুরুটা রঙ্গীন করলেন ভারতীয় ব্যাটসম্যান ঋষভ পান্থ। প্রথম বলটা ছেড়ে দিলেন, দ্বিতীয় বলটাই বেরিয়ে এলেন ক্রিজ ছেড়ে, আদিল রশিদকে আছড়ে ফেললেন সীমানার ওপরে। ছক্কার দিক থেকে দ্বাদশতম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের গল্পের বইতে নিজের নাম লেখান পান্থ।

ক্রিকেট তিহাসে নিজের অভিষেক ম্যাচে ছক্কা হাঁকানো ১২ জনের মধ্যে কেউ তেমন একটা বিখ্যতা নয়। তবে এই তালিকায় রয়েছেন চার বাংলাদেশী। এর মধ্যে জহুরুল ইসলাম ছাড়া বাকি সবাই বোলার।

আরো পড়ুন: ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই: ইমরান খান

বাংলাদেশীর মধ্যে প্রথম শুরুটা করেছিলেন শফিউল, ২০১০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই শুরু করেছিলেন ছয় মেরে। সেই ৬ রান করেই অবশ্য শেষ পর্যন্ত আউট হয়ে গিয়েছিলেন। জহুরুল ইসলাম ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে আউট হয়ে গিয়েছিলেন শূন্য রানে। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুই করেছিলেন ছয় মেরে। 

আল আমিনের ব্যাপারটা অনেকটা জহুরুলের মতো, পার্থক্য হচ্ছে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ইনিংসে শুন্য রানে অপরাজিত ছিলেন। ওই টেস্টে আর ব্যাটই করতে পারেননি। পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম রান করলেন ছয় মেরে।

তবে কামরুল ইসলাম রাব্বি এদের সবার চেয়ে আলাদা। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। পরের ইনিংসেও ডাক, শেষ পর্যন্ত চতুর্থ ইনিংসে এসে টেস্ট অভিষেকে রান করলেন ছয় মেরে।

অভিষেক ম্যাচে ছক্কা হাঁকানোর শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার এরিক ফ্রিম্যানকে দিয়ে। ওয়েস্ট ইন্ডিজের আছেন  তিনজন, কার্লাইল বেস্ট, ডেল রিচার্ডস ও সর্বশেষ সুনীল আমব্রিস। জিম্বাবুয়ের আছেন কিথ দাবেংওয়া, নিউজিল্যান্ডের মার্ক ক্রেইগ ও শ্রীলঙ্কার দনঞ্জয়া ডি সিলভা। আর ভারতের হয়ে প্রথম কীর্তিটা করলেন পান্থ। এদের মধ্যে মার্ক ক্রেইগ আবার সবার চেয়ে আলাদা। টেস্ট অভিষেকের প্রথম মুখোমুখি বলেই ছয় মেরে শুরু করেছিলেন সাদা পোশাকের ক্যারিয়ার।   

২২ রান তুলে দিন শেষ করেছেন পান্থ। 

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর