লড়াই করেও হেরে গেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৯:০৯ পিএম
লড়াই করেও হেরে গেল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (১৮ আগস্ট)  শিরোপা জয়ের লক্ষ্যে সন্ধ্যা সাতটায় মাঠে নেমেছে  ভারত-বাংলাদেশ। হাড্ডা-হাড্ডি লড়াই দুই দলের। অবশেষে ডিফেন্ডিং চ্যম্পিয়নদের হারিয়ে ১-০ গোলে জয় পায় ভারত। ফলে ভুটানের থিম্পুতে রেখে এলো কিশোরীদের দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট।

আগের তিন ম্যাচে বাংলাদেশের মেয়েরা যেভাবে খেলেছে তা দেখে মনেই হয়নি ফাইনালে হারবে। তবে আজ শুরু থেকেই মারিয়া-মনিকাদের দেখা গেছে বেশ নার্ভাস। যেন শিরোপা ধরে রাখার চাপটা বেশ পেয়েই বসেছিল তাদেরকে। ফল যা হওয়ার তাই হলো। এই প্রথম টুর্নামেন্টে প্রথম গোল হজম করলো বাংলাদেশ। এক গোলেই হয়ে গেলো সর্বনাশ।

চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালি লড়াইয়ে প্রথম থেকে দুই দলই একে অপরের রক্ষণভাগ ভাঙার চেষ্টা করে। কিন্তু প্রথমার্ধে কোন গোলের দেখা পলে না দুই দল। ফলে গোল শূন্য অবস্থায় মেষ হয় প্রথমার্ধের খেলা।

তবে দ্বিতীয়ার্ধে পথ হারায় বাংলাদেশ। ৬৬ মিনিটের সময় কিশোরীদের জালে গোল জড়ায় ভারত। ফলে ১-০তে এগিয়ে গেল ভারত। এরপর নির্ধারিত সময় অতিক্রম হলেও আর কোন গোল হয়নি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর