১০ বছর পূর্তির দিনে কোহলির ব্যাটে তাণ্ডব


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৮:২৮ পিএম
১০ বছর পূর্তির দিনে কোহলির ব্যাটে তাণ্ডব

দশ বছর! দশ বছর আগে আজকের দিনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেদিনের সেই কুড়ি বছরের বিরাট আজ তিন ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। তিন ফর্ম্যাট মিলিয়ে ১৭ হাজারের বেশি আন্তর্জাতিক রান।

দশ বছর পূর্তির দিনে নামছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটাও সিরিজ টেস্ট রক্ষার লড়াইয়ে। ভারতীয় ক্রিকেটের নয়া গ্ল্যাডিয়েটরকে শুভচ্ছা জানাচ্ছেন ভক্তরা। সেই শুভচ্ছার কতটুকুই বা এখন উপভোগ করতে পারছেন বিরাট। দশ বছর পূর্তির দিনে কোহলি যে এখন চাপের প্রেসারকুকারে।


অধিনায়ক কোহলির নেতৃত্ব ইতিমধ্যেই ইংল্যান্ডের মাটিতে প্রথম দুই টেস্টে হেরে বসেছে ভারতীয় দল। ক্যাপ্টেনের ব্যাটে রান এলেও দলের দুর্দশায় ক্যাপ্টেনের মনসংযোগ নড়তে বাধ্য। ক্রিকেট দুনিয়ায় কোহলির এক নম্বর টেস্ট দলকে নিয়েও শুরু হয়েছে তুমূল সমালোচনা। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দশ বছরে চাপ কী জিনিস সেটা কোনও দিনই বুঝতে দেননি কোহলি। তার ব্যাটেই হারের মুখ থেকে একাধিকবার মাথা তুলে দাঁড়িয়েছে ভারতীয় দল।

আজ মাঠে নামার আগে ভক্তরা তাকিয়ে আছেন আজও কি কিছু করতে পারবে তাদের প্রিয় ক্যাপ্টেন? ভক্তদের হতাশ করেননি কোহলি। আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নিলেন ভারতীয় দলনেতা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৮১/৩। কোহলি ৫১ আজিঙ্কা রাহানে ৫০।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর